নিজ গৃহে শয়ন করল যদুরায়।
সবজন নিজ নিজ গৃহে চলি যায়।।
নন্দরাজ তব ভোজন কেল।
নিজ নিজ মন্দিরে সভে চলি গেল।।
নগরক লোক সব নিশবদ ভেল।
চরাচর সব যো যাঁহা গেল।।
মউর মউরিগণ ঘন দেই নাদ।
গোবিন্দদাস পহু শুনি উনমাদ।।
নিজ গৃহে শয়ন করল যদুরায়।
সবজন নিজ নিজ গৃহে চলি যায়।।
নন্দরাজ তব ভোজন কেল।
নিজ নিজ মন্দিরে সভে চলি গেল।।
নগরক লোক সব নিশবদ ভেল।
চরাচর সব যো যাঁহা গেল।।
মউর মউরিগণ ঘন দেই নাদ।
গোবিন্দদাস পহু শুনি উনমাদ।।