নিজ গৃহে শয়ন করল বর কান।
জননি জাগাওত ভৈগেল বিহান।।
আলস তেজি উঠহ যদুরায়।
আগত ভানু রজনি চলি যায়।।
প্রাতহি দোহন করত যদুচান্দ।
তুরিতহি দেয়ল দোহন ছান্দ।।
শয়ন উপেখি চলল বর কান।
নূপুরক নাদে জাগল পাঁচবাণ।।
নিকটহি গোঠ মিলল যব আয়।
গোবিন্দদাস মটুকি লই ধায়।।