নিজ করপল্লব অঙ্গে না পরশই
শঙ্কই পঙ্কজ ভানে।
মুকুরতলে নিজ মুখ হেরি সুন্দরি
শশি বলি হরই গেয়ানে।।
মাধব দারুণ প্রেম তোহারি।
যো হাম হেরলুঁ তে অনুমানলুঁ
ভাগে জিবয়ে বরনারী।।ধ্রু।।
চন্দন-শীকর অনলকণা সম
দেহ উঠই বিম্বুকাই।
দীর্ঘ নিশাস পবন দব দাবই
জীবই কোন উপাই।।
কহ কবিশেখর ভালে তুঁহুঁ নাগর
ভালে তুয়া প্রতি করু আশে।
আপন মরমজনে এতেক নিঠুরপন
আন কি কাজ কি ভাষে।।