নিজগৃহে সখী সঙ্গে রসবতী রাই।
কানু অনুরাগ বাঢ়য়ে অধিকাই।।
সখীপথ নিরখিতে আকুল ভেল।
বিরহক তাপে তাপিত ভৈ গেল।।
অতি উতকণ্ঠিত গদগদ বোল।
বিশখারে আবেশে করয়ে নিজ কোল।।
সকল ইন্দ্রিয় ক্ষোভি কহে বিশাখারে।
এ যদুনন্দন কহে অনুরাগ ভরে।।
নিজগৃহে সখী সঙ্গে রসবতী রাই।
কানু অনুরাগ বাঢ়য়ে অধিকাই।।
সখীপথ নিরখিতে আকুল ভেল।
বিরহক তাপে তাপিত ভৈ গেল।।
অতি উতকণ্ঠিত গদগদ বোল।
বিশখারে আবেশে করয়ে নিজ কোল।।
সকল ইন্দ্রিয় ক্ষোভি কহে বিশাখারে।
এ যদুনন্দন কহে অনুরাগ ভরে।।