নিজগণ সঙ্গে রঙ্গে কত ধায়ত
আর কত কুলবতী নারী।
জয় জয়কার করত নব নব বধূগণ
কনক কুম্ভ ভরি বারি।।
আনন্দ কো করু ওর।
কুলবতী চড়ি অট্টালিকা উপরি
হেরইতে লুবধ চকোর।।
নয়নে নয়নে কতহুঁ রস উপজল
দুহুঁ মন হইল ভোর।
প্রেম রতন ধন দুহেঁ দুহুঁ পায়ল
দুহঁ মন দুহুঁ করু চোর।।
চলইতে চরণ অথির নন্দ-নন্দন
শীতল পীত পট্টবাস।
নিজ নিজ মন্দিরে চলতহুঁ সবজন
কি কহব গোবিন্দদাস।।