নিকুঞ্জ শোভিত কি রস-কেলি
এ মণিমণ্ডপ করিয়া মেলি
রতন-মণ্ডিত পরেশ দোল
স্তম্ভ সুচারু গড়ল ভাল
রতন-মন্দিরে শোভিতে।
ঝঝর ঝলকে এ চারু পাশ
মুকুতা দুসারি গাঁথনি সারি
গন্ধ মল্লিকা যাতি সুবাস
কুঞ্জ-কুটীরে চৌদিকে ভাল
সুগন্ধে আমোদ মোহিতে।।
চৌদিকে ভ্রমরা ভ্রমরী গান
চকোর চকোরী গাওত তান
হংস হংসীকর জোড়েতে ফিরত
নিকুঞ্জ-মাঝে মাঝে ঘুরি
মণ্ডলগণ সারিতে।।
ময়ূরা ময়ূরী সরস ভাল
কোকিল ডাহুকী ডাকে রসাল
শারী শুক পিক ডাকত সার
জয় জয় কৃষ্ণ মোহিতে।।
হরিণ হরিণী সারস পাখী
ভূলোক গগন ফেরত আঁখি
যৈছে দিক উজর রেখি
সুচারু গমন করত কেলি
হেরি নয়ন মোহিতে।।
চামর চামরু কুঞ্জররাজ
দেওত নিকুঞ্জ-মন্দির-মাঝ
তাহাতে সাজল রাজ
তাহার বামে নারী গৌরী
হেরি চণ্ডীদাস গাইতে।।