নিকুঞ্জে গুঞ্জই মত্ত মধুকর।
বিকশিত কুসুম সৌরভ মনোহর।।
ভেল মনমথ সিদ্ধি সুভাগ্য নয়ন।
দেখে অপরূপ সব বিরহিণীগণ।।
পবনে চালিত চারু নব নব দল।
পরিসর বিমল শীতল তরুতল।।
কী চারু অঙ্কুর তনু সুরঙ্গ লতিকা।
বিকচ মাধবি জাতি সেউথি মল্লিকা।
সরসি প্রসন্না করি কুসুম প্রকাশ।
কহয়ে গোবিন্দদাস বন্ধু দেখি হাস।