না রহে গুরুজন মাঝে।
বেকত অঙ্গ ন ঝঁপায়ে লাজে।।
বালা সঞে জব রহই।
তরুনি পাই পরিহাস তঁহি করই।।
মাধব তুঅ লাগি ভেটল রমনী।
কো কহে বালা কো কোহে তরুনী।।
কেলিক রভস জব সুনে।
অনতএ হেরি ততহি দএ কানে।।
ইথে কেই কর পরচারী।
কাঁদন মাখী হাসি দেই গারী।।
সুকবি বিদ্যাপতি ভানে।
বালা-চরিত রসিক জন জানে।