না দেখিঞা নীলমণি আকুল হইল রাণী
ধরিতে না পারে নিজ তনু।
দেখিঞা মাএর দুখ উভ করি চান্দ-মুখ
সব শিশু বাজাইল বেণু।।
গগন ভরিল বেণুরবে।
শুনিঞা জানিল হরি সব সহচর মেলি
বনে ধেনু লঞা যাত্যে হবে।।
রাইর বিচ্ছেদে শ্যাম আকুল অবশ প্রাণ
আসি যমুনার ধারে ধারে।
উছোর দেখিঞা বেলা শ্রীঅঙ্গে মাখিঞা ধূলা
কান্দিতে কান্দিতে আল্য ঘরে।।
পাইঞা রতন-মণি আনন্দে আকুল রাণী
বদন চুম্বয়ে অনুরাগে।
দীনবন্ধু দাস ভণে পাঠাইতে হবে বনে
শপথ কর্যাছ মোর আগে।।