না জানি পীরিতি এমন বলিয়া
তবে কি বাড়ামু পা।
পীরিতি বিচ্ছেদে জীবন না রহে
এলায়ে পড়িছে গা।।
কহ কি বুদ্ধি করিব দেখি।
একে লোকলাজ এ পাপ পরাণ
ঘরে থিরি নাহি থাকি।।
আপনার বুড়া অঙ্গুলি বিনিয়া
চলিতে নারি যে ধীরে।
আমার করমে বিধির লিখন
মিছা দোষ দিব কারে।।
ভাবিতে গণিতে কানুর পীরিতি
পরাণ হইল সারা।
সঘনে সঘনে সজলনয়নে
নিরবধি বহে ধারা।।
চণ্ডীদাসে কহে শুন বিনোদিনি
দেখি যে অবোধপারা।
মিছা লোককথা চাঁদ সখা যার
কিবা করে লাখ তারা।।