না জানি কেমন রূপ সে নামের সৌরভ রূপে ত্রিভুবন মোহিত করেছে।।
দেখতে যদি হয় বাসনা, করতে হয় তার উপাসনা,
কোথায় বাড়ী কোথায় ঠিকানা খুজে পাব কোন বা দেশে।।
আকার কি সাকার, ভাবিব নিরাকার,
কি জ্যোতিরূপ, সে কথা কারে শুধাব, বল সৃষ্টি ক’রলেন কোথায় বসে।।
উপাসনায় গোল যদি হয়, কি বলিতে কি বলা যায়,
গোলের হরি বলিলে কি হয়, ফকির লালন ভেবে পায় না দিশে।।