না জানি কি কৈলে মোরে।
পাসরিতে নারি তোরে।।
মনে করি বুক চিরি।
তাহাতে রাখিয়ে ভরি।।
সদা এই মনে করি।
কাজর করিয়া পরি।।
লোটনে ভরিয়া রাখি।
বিরলে সন্ধ্যায় দেখি।।
করিয়া রতন ঝুরি।
কন্ঠ ভরিয়া পরি।।
বেশর করিয়া পরি।
সদা এই মনে করি।।
রোহিণীনন্দন সোই।
নবীন প্রেমের বশ হোই।।