না জানিয়ে গোরাচাঁদের কোন্ ভাব মনে।
সুরধুনীতীরে গেল সহচর সনে।।
প্রিয় গদাধর আদি সঙ্গেতে করিয়া।
নৌকায় চড়িল গোরা প্রেমাবিষ্ট হৈয়া।।
আপনি কাণ্ডারী হৈয়া যায় নৌকাখানি।
ডুবিল ডুবিল বলি সিঞ্চে সবে পানি।।
পারিষদগণ সব হরি হরি বোলে।
পূরুব স্মরিয়া কেহ ভাসে প্রেমজলে।।
গদাধরের মুখ হেরি মনে মনে হাসে।
বাসুদেব ঘোষে কহে মনের উল্লাসে।।