নাহ নিঠুরচিত ভেল কাহার চিত
তঁহি রহল আজু রাতি।
প্রাণ গুনি গুনি ধোয়ানু রজনী
সহজে অবলা নারীজাতি।।
চণ্ডীদাস ভণে মরম সমানে
না মিলল আর কান।
জীবন যৌবন বৃথা অকারণ
কেমনে ধরিব প্রাণ।।
নাহ নিঠুরচিত ভেল কাহার চিত
তঁহি রহল আজু রাতি।
প্রাণ গুনি গুনি ধোয়ানু রজনী
সহজে অবলা নারীজাতি।।
চণ্ডীদাস ভণে মরম সমানে
না মিলল আর কান।
জীবন যৌবন বৃথা অকারণ
কেমনে ধরিব প্রাণ।।