নাহি উঠল তিবে জসে ধনি রাই।
মঝু মুখ সুন্দরি অবনত চাই।।
এ সখি পেখল অপুরুব গোরি।
বল করি চীত চোরায়ল মোরি।।
একলি চললি ধনি হোই আগুআন।
উমড়ি কহই সখি করহ পয়ান ।।
কিএ ধনি রাগি বিরাগিনি হোয়।
আস নিরাস দগধ তনু মোয়।।
আস নিবাসদগধ তনু মোয়।।
কৈসে মিলব হমে সে ধনি অবলা।
চীত নয়ন মঝু দুহু তাহে রহলা।।
বিদ্যাপতি কহ সুনহ মুরারি।
ধৈরজ করহ মিলব বর নারি।।