নাহি উঠল তিরে সবহুঁ সখীগণ
রসবতী নাগরী রাই।
বসন নিচোড়ি মোছই সব তনু
সখিগণ বেশ বনাই।।
বিনদিনি-বেশ করত বর কান।
চিকুর সোঙারি কবরি পুন বান্ধই
অলক তিলক নিরমান।।
সীথি বনাইয়া উর পর লেখই
মৃদমদ-চিত্র নিশান।
রতি-জয়-রেখ চরণযুগ লেখই
আরকত বেশ বনান।।
কতহুঁ যতন করি বেশ পরায়ল
নূপুর দেয়ল রঙ্গে।
গোবিন্দদাস কহ ও রূপ হেরইতে
মুরছয়ে কতহুঁ অনঙ্গে।।