নারী পুরুষ অব জগমন পীড়য়ে
ঐছন মনমথ রিত।
নাগরী নারী প্রতি অঙ্গে বাস করু
বিন্ধি অথির করু চিত।।
এ ধনি কামিনি হৃদয়ে কামরাশি।
কত কত মনোরথ মনমথ-মথন
করল হাম তুহু পুন কাহে তরাসি।।
দশনক দংশে অধর নব পল্লব
কুচ করপরশনে চাপি।
ভুজে ভুজ বন্ধন নিবিড় আলিঙ্গন
দৃঢ় পরিরম্ভণ ঝাপি।।
এই উপচারে কুসুমশর মেটব
ঐছন শুনি ধনী হাস।
আন ছলে সখিগণ গমন কয়ল আন
রাই রহল কানু পাশ।।
মনমথ রঙ্গ বচন কহি মাধব ধনি লেই
কোরে আগোর।
দুহু দুহু সরস পরশে দুহু জর জর
গোবিন্দদাস মনভোর।।