নারীর এত মান ভাল নয় ও রাই কিশোরী।
যত সাধে শ্যাম, আরো মান বাড়াও ভারী।।
ধন্য তোর বুকের জোর কাঁদাও জগত ঈশ্বর ক’রে মান জারি,
ইহার প্রতিশোধ না নিবেন কি সেই হরি।।
তবে বুঝলাম দড় শ্যাম হতে মান বড় হ’লো তোমারি,
থাকো থাকো রাই দেখবো সব ভারি ভূরি।।
দেখছো কে কোথায় পুরুষকে নারীর পায় ধরায় কোন্ নারী,
রাগে কয় বিন্দে লালন কি জানে তারি।।