নারীক বেদন যো সব নাহি জানত
সো সব হোয়ত দুখদাতা।
সো সবগণে কি করব সুন্দরি
কভু নাহি শুনিয়ে বারতা।।
যো রঘুনন্দন করি বহু বিক্রম
জনকসুতা উদ্ধারিল।
বিনি দোষে দোষ ঘটাইয়ে সতিজনে
পুনরপি কাননে দিল।।
যোগী পঞ্চানন সাপ তছু ভূষণ
ভুত প্রেত লই খেল।
শিরপর সতিনি কুচনিপঞে ভেটই
শৈল সুতায়ে দুখ দেল।।
যোগীন্দ্র গণপতি হরিগুণে মগনহি
শুক মুনি যাকর মান।
তাকর গান কি করব সুন্দরি
নারীবেদন নাহি জান।।
মহাবল মহাবীর সোই সেনাপতি
ত্রিভুবনে যাকর নাম।
পাণিগ্রণ ছলে যাক নাম বিঘটল
তাকর কি করিয়ে গান।।
অপর যছু কত বোলবি সুন্দরি
যো সব বোলব হাম।
গোবিন্দদাস কহে আর কাঁহে বোলব
শ্যাম বুঝবি পরিণাম।।