নাপিতিনী-করে ধরি রাই চন্দ্রমুখী।
কেমন নাপিতিনী তুমি হের এক দেখি।।
অঙ্গের বসন ধরি পাড়িয়া ফেলে দূরে।
রমণীর বেশ গেও রসিক গোচরে।।
পড়িল কল্পিত কুচ ভ্রম গেও দূরে।
সথীগণ চমকিত হেরিয়ে নাগরে।।
কি ছার মানের লাগি রমণী সাজিল।
এত বলি সুন্দরী বামে দাঁড়াইল।।
মানজনিত দুখ দূরে পরিহরি।
চণ্ডীদাস বলে দোঁহার প্রেমের বলিহারি।।