নানা প্রকারে প্রভু মায়েরে বুঝায়।
অদ্বৈত ঘরণি সীতা শচীরে বৈসায়।।
শান্তিপুর ভরিয়া উঠিল জয়ধ্বনি।
অদ্বৈত আগিনায় নাচে গৌর গুণমণি।।
প্রেমে টলমল প্রভু স্থির নহে চিত।
নিতাই ধরিয়া নাচে নিমাই পণ্ডিত।।
অদ্বৈত পসারি বাহু ফেরে কাছে কাছে।
আছাড় খাইয়া প্রভু ভূমে পড়ে পাছে।।
চতুদিকে ভকতগণ বোলে হরি হরি।
শান্তিপুর হইলা যেন নবদ্বীপ পুরি।
প্রভু অদ্বৈত দুটি চন্দ্র জিনিঞা অভাষ।
ডোর কোপিন তাহে প্রেমের প্রকাশ।।
হেন রূপে বেশ দেখিয়া শচীমায়।
বাহিরে স্থিত অতি আনন্দ হৃদয়।।
বুঝিয়া শচীর মন অবধূত রায়।
সংকীর্ত্তন সমাপিয়া প্রভুরে বৈসায়।।
এইরূপে দশদিন অদ্বৈত ঘরে।
বিলাস ভোজন প্রভু আনন্দ অন্তরে।।
বলরাম দাস কহে কাতর হইয়া।
অদ্বৈতের এই আশা না দেই ছাড়িয়া।।