নাচয়ে গৌরঙ্গ পহুঁ সহচর সঙ্গ।
শ্যামতনু গৌর ভেল বসন সুরঙ্গ।।
পূরুবে দোহনভাণ্ড অনুভবি শেষে।
করঙ্গ লইল গোরা সেই অভিলাষে।।
ছাড়ি চূড়া শিখিপুচ্ছ কৈল কেশহীন।
পীত বসন ছাড়ি পরিলা কৌপনী।।
হইলেন দণ্ডাধারী ছাড়িয়া বাঁশরী।
যদু কহে কৃষ্ণ এবে হৈলা গৌরহরি।।
নাচয়ে গৌরঙ্গ পহুঁ সহচর সঙ্গ।
শ্যামতনু গৌর ভেল বসন সুরঙ্গ।।
পূরুবে দোহনভাণ্ড অনুভবি শেষে।
করঙ্গ লইল গোরা সেই অভিলাষে।।
ছাড়ি চূড়া শিখিপুচ্ছ কৈল কেশহীন।
পীত বসন ছাড়ি পরিলা কৌপনী।।
হইলেন দণ্ডাধারী ছাড়িয়া বাঁশরী।
যদু কহে কৃষ্ণ এবে হৈলা গৌরহরি।।