নাচে নাচে নিতাই গৌর দ্বিজমনিয়া।
বামে প্রিয় গদাধর শ্রীবাস অদ্বৈতবর
পারিষদ তারাগণ জিনিয়া।।ধ্রু।।
বাজে খোল করতাল মধুর সঙ্গীত ভাল
গগন ভরিল হরিধ্বনিয়া।
চন্দন চর্চ্চিত গায় ফাগু বিন্দু বিন্দু তায়
বনমালা দোলে ভাল বনিয়া।।
গলে শুভ্র উপবীত রূপ কোটি কামজিত
চরণে নূপুর রনরনিয়া।
দুই ভাই নাচি যায় সহচরগণ গায়
গদাধর অঙ্গে পড়ে ঢুলিয়া।।
পূরুব রভসলীলা এবে পহুঁ প্রকাশিলা
সেই বৃন্দাবন এই নদীয়া।
বিহরে গঙ্গার তীরে সেই ধীর সমীরে
বৃন্দাবন দাস কহে জানিয়া।।