নাগর সখী-কর শিরোপর দেল।
কহইতে বচন অধির ভৈ গেল।।
বদন হেরিয়া বুঝল সখী-বাণী।
কহিল রমনীমণি হাম দিব আনি।।
কানু আশোয়াশে করল পয়ান।
চলল যুবতি করল অনুমান।।
হাসি হেরি রাইক করল সম্ভাষ।
কিয়ে লাগি সখী গমন মঝু পাশ।।
বলরাম দাস কহে তোমার আরতি।
যৌবন রতন দেহ কানায়ের প্রীতি।।