নাগর নাগরী প্রেমের সাগরি
এ দুই গমন সরে।
ধরিয়া নাগরী নাগরের কর
নিকুঞ্জ-মাঝারে ফিরে।।
এ নব কুঞ্জর আকার সুন্দর
দেখিয়া নাগররাজ।
এক শত নারী কুঞ্জর আকার
আসিয়া মিলল মাঝ।।
তা দেখি নন্দের নন্দন আনন্দ
চড়িয়া কুঞ্জর পরে।
রাধা শ্যাম তাই চড়ল তাহাই
বিহার করই তারে।।
কুঞ্জর কামিনী বরজ-রমণী
ফিরই যে কুঞ্জে কুঞ্জে।
এই রস-কেলি করে দুই জনে
সকল কাননপুঞ্জে।।
চণ্ডীদাস দেখি আনন্দ-মগন
সুখের নাহিক ওর।
নাগর নাগরী প্রেমের লহরী
মনমথে হল ভোর।।