নাগর-নাগরি-কেলি-বিলাস।
দুহুঁ মেলি করতহি রস-পরকাশ।।
দুহুঁ মেলি দুহুঁ জনে করলহি কোর।
দুহুঁক আনন্দে আজ নহি ওর।।
দুহুঁ-মুখে দুহুঁ-জনে চুম্বন কেল।
দুহুঁ অধরামৃত দুহুঁ হরি নেল।।
দুহুঁ-তনু দুহুঁ-মন একই সমান।
হেরি সব সখিগণ ভুলল নয়ান।।
শারী শুক দেখি ভেল আনন্দিত।
কোকিল কোকিলা মিলি গায়ত গীত।।
ভ্রমর-ভ্রমরী মিলি করত ঝঙ্কার।
কপোত কপোতি ভাষে আনন্দ অপার।।
কুরঙ্গ কুরঙ্গী সুখে নাচিয়া বেড়ায়।
নিমানন্দ দাসের মন দেখিবারে চায়।।