নাগর জাএ রে রাধার মন্দিরে নাগর জাএ রে। ধু
পিআ রাধা বুলিআ বিনাইআ বাঁশী বাহে রে।
গজবর কুসুমিত চরণেতি সাজে।
রাঙ্গা চরণে সোণার নপুর না চলিতে বাজে।
ছৈঅদ মর্তুজা কহে শুন লো রমণি।
কি সোকে (সুখে ?) রৈআছ ঘরে শুনি বাঁশীর ধ্বনি।
নাগর জাএ রে রাধার মন্দিরে নাগর জাএ রে। ধু
পিআ রাধা বুলিআ বিনাইআ বাঁশী বাহে রে।
গজবর কুসুমিত চরণেতি সাজে।
রাঙ্গা চরণে সোণার নপুর না চলিতে বাজে।
ছৈঅদ মর্তুজা কহে শুন লো রমণি।
কি সোকে (সুখে ?) রৈআছ ঘরে শুনি বাঁশীর ধ্বনি।