নাগর অতি বেগে দোলা ঝুলায়।
অথির রাই সখি নিষেধয়ে তায়।।
ধনি বিগলিতবেণী।
শিথিল রাই কুচকঞ্চুক উঢ়নী।।
মণিঅভরণ খসই।
উড়য়ে বসন হেরি নাগর হসই।।
শ্রমজলে তনু ভরই।
কনয়াকমল কিয়ে মকরন্দ ঝরই।।
এ অতি অপরূপ শোভা।
এ উদ্ধবদাস ভণ কানুমনলোভা।।
নাগর অতি বেগে দোলা ঝুলায়।
অথির রাই সখি নিষেধয়ে তায়।।
ধনি বিগলিতবেণী।
শিথিল রাই কুচকঞ্চুক উঢ়নী।।
মণিঅভরণ খসই।
উড়য়ে বসন হেরি নাগর হসই।।
শ্রমজলে তনু ভরই।
কনয়াকমল কিয়ে মকরন্দ ঝরই।।
এ অতি অপরূপ শোভা।
এ উদ্ধবদাস ভণ কানুমনলোভা।।