নাগর অতি বেগে দোলা ঝুলায়।
অথির রাই সখি নিষেধয়ে তায়।।
ধনি বিগলিতবেণী।
শিথিল রাই কুচকঞ্চুক উঢ়নী।।
মণিঅভরণ খসই।
উড়য়ে বসন হেরি নাগর হসই।।
শ্রমজলে তনু ভরই।
কনয়াকমল কিয়ে মকরন্দ ঝরই।।
এ অতি অপরূপ শোভা।
এ উদ্ধবদাস ভণ কানুমনলোভা।।