নাগরি নাগর সব গুণ আগর
আনন্দ সাগরে ভাসি।
সুভগ বিলোচন ভাব সু-সূচন
বয়নহি রঙ্গ তরঙ্গ পরকাশি।।
সখি হে কিয়ে ইহ অপরূপ রঙ্গ।
চাহনি ভাওনি অঙ্গ মোড়ায়নি
গাওনি একহি সঙ্গ।।
শ্যামর কায় নটনে হিলায়ত
বাত ঘটিত বনমাল।
চম্পক গোরি সুভঙ্গে সুকম্পই
যৈছন বিজুরিক জাল।।
চরণক চাল বিশাল মিশাওত
শোভা বরণি না হোয়।
এ কৃষ্ণকান্ত নিতান্ত নিধারল
সতত অন্তরে রহু মোয়।।