নাগরি নাগর অরুণ বসন ধর
শ্রমভরে ঝর ঝর ঘাম।
দুহু মুখইন্দু বিন্দু বিন্দু চূয়ত
অরুণিত মুকুতা-দাম।।
দুহুঁ মন আনন্দপুঞ্জে।
বহুবিধ খেলি হেলি দুহুঁ দুহুঁ তনু
বৈঠল নিরজন কুঞ্জে।।ধ্রু।।
রতন সিংহাসন আসন মণিময়
ফুলচয় রচিত সুঠান।
সকল সখীগণ করতহিঁ সেবন
সময়োচিত যত জান।।
বারি ঝারি ভরি দেই গুণমঞ্জরি
কোই সখি চামর ঢুলায়।
সুরঙ্গ অধরে কোই তাম্বূল যোগায়ই
উদ্ধব দাস বলি যায়।।