নহ নিদারুণ নবল নাগর
ললিত ত্রিভঙ্গধারী।
নব নব বেশ নট মনোহর
লহু লহু মৃদু বোলি।।
লালসে লালসে নবীন নাগরী
নোটন ঘোটন বেশে।
নব অনুরাগ নব নব রসে
নব রামা জিয়ে কিসে।।
নলিনী নওয়া সেজ বিছাইয়ে
লওল সুগন্ধি তাথে।
লওল বিচিত্র চামর ঢালর
নাইব সুখের যূথে।।
লাগাইব অঙ্গে এ ছয় রসাল
মিশান কুম্কুম্ তায়।
নবীন কিশোরী রসাল সে গোপী
লেপব শ্যামের গায়।।
লাবণ্য-লহরী লেহ না করব
লে চলু অক্রূর রায়।
নব নব গোপী লাজ পরিহরি
চণ্ডীদাস গুণ গায়।।