নরতন বেগহি ছরমিত দুহুঁ তনু
বহুত ঘরম বহি যায়।
দুহুঁ জন কন্ধরে দুহুঁ শির হেলন
তবহি চমকি মুচকায়।।
সখি হে অব নহ বিলম্ব উচিত।
কর অবলম্বনে দুহুঁক পধারহ
শয়নক সীম তুরিত।।
আভরণ বহুতর অম্বর স্বেদভর
এই সব যতনে ওলাই।
চীনবসন পুন কুসুম বিভূষণ
পীন ঘুসৃণ পহিরাই।।
মরমক বচন শ্রবণে অতি উলসিত
করলহি ঐছন নিতান্ত।
সুশিতল জল ভরি ঝরঝরি সাজব
ঐছন সময়ে কৃষ্ণকান্ত।।