নব হরি তিলক বৈরী সখ যামিনী
কামিনী কোমল কান্তি।
জমুনা জনক তনয় রিপু ঘরনী
সোদর সুঅ কর সাতি।।
মাধব তুঅ গুনে লুবধলি রমনী।
অনুদিনে খীন তনু দনুজ দমন ধনী
ভবনুহু বাহন গমনী।।
দাহিন হরিতহ পাব পরাভব
এত সবে সহ তুঅ লাগী।
বেরি এক সর সাগর শুনি খাইতি
বধক হোয়ব তোহেঁ ভাগী।।
সারঙ্গ সাদ বিসাদ বঢ়াবয়
পিক ধুনি সুনি পছতাবে।
অদিতি তনয় ভোঅন রুচি সুন্দর
দসমী দসা লগ আবে।।