নব অবতারে অবতার চূড়ামণি।
শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কোথাও না শুনি।।
ভারতীয় কর্ণে মন্ত্র কহিয়া আপুনি।
সন্ন্যাসী হইলা পহুঁ সেই মন্ত্র শুনি।।
শিক্ষাগুরু হইয়া হইলা তাঁর শিষ্য।
হেন অদভূত লীলা অশ্রুত অদৃশ্য।।
নিত্যানন্দ অদ্বৈত পণ্ডিত গদাধর।
নরহরি আদি সঙ্গে প্রেমে গরগর।।
প্রকট করিলা কলিযুগ অবতার।
হরি নামে উদ্ধারিলা সকল সংসার।।
দাস হরেকৃষ্ণ মাত্র রহিল পড়িয়া।
কেনেবা গৌরাঙ্গ চাঁদের না হইল দয়া।।