নব অনুরাগে ঘরে রহই না পারি।
গুরুজন-পথ ধনি করত নেহারি।।
গুরুজন পরিজন সভে নিন্দ গেল।
দেখি ধনি অতি উতকণ্ঠিত ভেল।।
বিছুরল আপনক বেশ বনান।
সখিগণ সঞে তব করল পয়ান।।
পুনমিক চান্দ জিনিয়া মুখ-জোতি।
ঝলমল করু তনু কতয়ে মণিমোতি।।
থলকমল-দল চরণ সঞ্চার।
নব অনুরাগে কত আরতি বিথার।।
আয়ল মদন-কুঞ্জ গৃহ মাঝ।
না হেরল তাহি বরজ-যুবরাজ।।
বৈঠলি তহিঁ পুন ছোড়ি নিশ্বাস।
নাগর আনিতে চলু বলরাম দাস।।