নব অনুরাগভরে রহিতে না পারি ঘরে
চলে ধনী সখী একসঙ্গে।
চলিতে না চলে পা ধরণে না যায় গা
কুঞ্জে মিলল হেন রঙ্গে।।
দেখিয়া বিনোদ হরি আনিলেন আগুসরি
বসিলেন রসের আবেশে।
ধনী অনুরাগিণী কহয়ে সরস বাণী
শুনি নাগর প্রেমজলে ভাসে।।
সুবদনী কহে কথা যেমন অন্তরে বেথা
ছলছল অরুণ নয়ানে।
গর্ব্ব হর্ষ রসাবেশ দৈন্য গ্লানি মোহ লেশ
গদগদ মলিন বয়ানে।।
আর কত ভাব তাহে শ্যামমন মোহে যাহে
ঈষদ বঙ্কিম তাহে মাখা।
প্রেমদাস কহে ধনী সরস বিরস জানি
রাখিতে না যায় পুন রাখা।।