নবযৌবনি ধনি চলু অভিসার।
নবনব রঙ্গিণি রসের পসার।।
নীলবসন রাধার শ্রীঅঙ্গে সাজে।
কনক কিঙ্কিণি ঘন ঘন বাজে।।
চরণেতে নূপুর বাজয়ে রনুঝনু।
মদন বিবাদি হাতে ফুলধনু।।
বৃন্দাবনে ভেটল শ্যামের রায়।
নর নব কোকিল পঞ্চম গায়।।
দুহুঁ মুখ হেরইতে দুহুঁ ভেল ভোর।
গোবিন্দদাসের সুখের নাহি ওর।।