নবদ্বীপ-গগনে উয়ল দিন রাতি।
ঘন-রসে সেচল থির-চর জাতি।।
দেখ দেখ গৌর জলদ-অবতার।
বরিখয়ে প্রেম-অমিয়া অনিবার।।
তব ধরি জগ ভরি দুরদিন ডোর।
হরি-রসে ডগমগ জগ-জন ভোর।।
নাচত উনমত ভকত-ময়ূর।
অভকত-ভেক রোয়ত জলে বূ্র।।
ভকতি-লতা তিন ভুবনে বেয়াপ।
উত্তম অধম প্রেম-ফল পাব।।
কীর্ত্তন-কুলিশে যোগ-বন জারি।
জ্ঞান সেও-ঘন-গরজে বিদারি।।
চিত-বিল-নিকষিল করম-ভুজঙ্গ।
নিরসল কলি-মদ-দহন-তরঙ্গ।।
তাপিত-চাতক তিরপিত ভেল।
দশ দিশ সবহুঁ নদিয়া বহি গেল।।
ডুবল অবনি কাহুঁ নাহি ঠাম।
সংসারাচলে রহু বলরাম।।