নবঘন জিনি তনু দখিণ করেতে বেণু
সুবলের কান্ধে বামভুজ।
চূড়া বান্ধা শিখিপুচ্ছ বরিহা মালতীগুচ্ছ
ভাঙ ভৃঙ্গ নয়ান অম্বুজ।।
অলকা তিলক ভালে কাণে মকরকুণ্ডলে
পাকা বিম্বু জিনিয়া অধর।
দশন মুকুতা পাঁতি কম্বুকন্ঠ শোভে অতি
মণিরাজ হিয়া পরিসর।।
বনমালা তহিঁ লম্বে সারি সারি অলি চুম্বে
ক্ষীণ কটি সুপীতি বসন।
নাভি সরোবর পাশে ত্রিবলীলতিকা ভাসে
মগন রমণী মীন মন।।
রামরম্ভা ঊরুছান্দে কত বিধু নখচান্দে
অরুণকমল পদতলে।
দাড়াঞা কদম্ব তলে বঙ্কিম লগুড় হেলে
রঙ্গভঙ্গী নয়ানঅঞ্চলে।।
ত্রিভঙ্গভঙ্গিম রঙ্গে বেশ নটবরভঙ্গে
হাসিয়া মধুর মৃদু বোলে।
এ দাস উদ্ধব ভণে ভুলিল রমণীগণে
রূপ দেখি নিমিখ না চলে।।