নন্দ-সুত হেরি যশোমতী রোহিণী
আনন্দ করত বাধাই।
হেরিয়া গোপগণ সভে আনন্দিত মন
নন্দমহলে ধায়াধাই।।
কোথা গেল নন্দরাজ পড়িল মানস কাজ
দেখসিয়া পুত্রের বদন।
নীল বরণ শশী উদয় করিল আসি
দেখি কর সফল জীবন।।
এত বলি নন্দরাণী সুতিকা দুয়ারে আনি
দেখাইছে সভারে ডাকিয়া।
আনন্দে মাতিল কায় শুনি যত গোপ ধায়
আশীর্ব্বাদে দুবাহু তুলিয়া।।
কেহ বা আনন্দচিতে গান করে নানা গীতে
কোন গোপ করে জয়ধ্বনি।
কেহ বলে শুন ভাই হেন রূপ দেখি নাই
কোটি চান্দের মুখের বলনি।।
কোন গোপ ধেয়া গিয়া দধি দুগ্ধ ঘৃত লয়্যা
উভারয়ে নন্দের ভবনে।
দুজনে দুজন মেলি বাহুযুদ্ধ পেলাপেলি
কোন গোপ করয়ে নর্ত্তনে।।
গোপ গোপী এক মেলি জয় জয় হুলাহুলি
যুবক বৃদ্ধক সভে ধায়।
নন্দের ভবনে গিয়া ফিরে সভে নাচিয়া
বলরাম দাস গুণ গায়।।