নন্দ-নন্দন সঙ্গে শোহন
নওল গোকুল-কামিনি।
তপন-নন্দিনি তীরে ভালি বনি
ভুবন-মোহন লাবণি।।
তাতা থৈয়া থৈয়া বাজে পাখাওজ
মুখুর কঙ্কণ কিঙ্কিণি।
বিলসে গোবিন্দ প্রেম-আনন্দ
সঙ্গে নব নব রঙ্গিণি।।
চারু চিত্রিত দুহুঁক অম্বর
পবনে অঞ্চল দোলনি।
দুহুঁ কলেবর ভরল শ্রমজল
মোতি মরকত হেম মণি।।
উরহিঁ লোলনি বাজত কিঙ্কিণি
নূপুর-ধ্বনি অনুষঙ্গিয়া।
গীম-দোলনি নয়ন-নাচনি
সঙ্গে রসবতি রঙ্গিয়া।।
রসে মাধব বিবিধ বিলসই
সঙ্গে সঙ্গিনি মাতিয়া।
নীল দরপণ- শ্যাম-মূরতি
হেরত গোবিন্দদাসিয়া।।