নন্দ গৃহে আজি কিবা আনন্দ বাড়িল।
বেণুরব কৈল যবে শুনিল অমর সবে
স্বর্গবাসী যত দেবগণে।
আইলেন ত্রিলোচন সঙ্গেতে চতুরানন
গণপতি নারদের সনে।।
স্বরলোক ব্রহ্মলোক স্বর্গবাসী দেবলোক
আইলা সবে নন্দের মহলে।
দাঁড়াইল সব জনে সব কৃষ্ণ মুখ পানে
নেত্র পরিপূর্ণ প্রেম জলে।।
কহত বিনয় করি দয়া কর গিরিধারী
আর দুঃখ সহিতে না পারি।
দেবাসুরে নাহি আশ ব্রজপুরে দাস বাস
গলে বাস কর জোড়ে করি।।
কি ছার স্বর্গের সুখ দেখিলে ও চাঁদমুখ
তৃণ করি নাহি মানি তায়।
বনে বনে ভ্রমিব ধেনু বৎস চরাইব
তোমারে রাখিব তরু ছায়।।
যশোদাকে কহে পুন ধন্য তবে সাধন
তব গৃহে পরম ঈশ্বর
বলরামদাস বানী শুন গো মা নন্দরাণি
মনে কিছু নাহি ভয় কর।।