ননদিনী লো মিছাই লোকের কথা।
যদি কানু সঙ্গে পিরিতি করি ত
শপতি তোমার মাথা।।ধ্রু।।
নিজ পতি বিনে আন নাহি জানি
সেই সে আমার ভাল।
কোন গুণে যাই রাখালে ভজিব
তাহাতে বরণ কাল।।
মণি মুকুতার অভরণ নাহি
সাজনি বনের ফুলে।
চূড়ার উপরে ভ্রমরা গুঞ্জরে
তাহে কি রমণী ভুলে।।
রাজা হৈয়া যারে দেখিতে না পারে
মায়ে বোলে ননীচোরা।
কহে শিবরাম রাধার কলঙ্ক
মিছাই করিলি তোরা।।