নদি বহ নয়নক নীর।
পললি বহএ তাহি তীর।।
সব খন ভরম গেআন।
আনি পুছিঅ কহ আন।।
মাধব অনুদিনে খিনি ভেলি রাহি।
চৌদসি চান্দ হু চাহি।।
কেও সখি রহলি উপেখি।।
কেও সির ধুনি ধনি দেখি।।
কেও কর সাসক আস।
ময়ঁ ধউলিহু তুঅ পাস।।
বিদ্যাপতি কবি ভানি।
এত সুনি সারঙ্গ পানি।।
হরষি চলল হরি গেহ।
সুমরিএ পুরুব সিনেহ।।