নটবর গোরা রায় ভুবন মোহন।
প্রেমের সাগর প্রভু পতিত পাবন।।
প্রেমানন্দে নাচে গায় বলে হরি বোল।
গৌর অঙ্গে দিছে ফাগু নাগরী সকল।।
গোরা অঙ্গে ফাগু দিয়া বলি হরি হরি।
প্রভু অঙ্গ নিরখয়ে যতেক নাগরী।।
বদন হেরিয়া সবে আনন্দে মগন।
পদধূলি আশা করে দীন অকিঞ্চন।।
নটবর গোরা রায় ভুবন মোহন।
প্রেমের সাগর প্রভু পতিত পাবন।।
প্রেমানন্দে নাচে গায় বলে হরি বোল।
গৌর অঙ্গে দিছে ফাগু নাগরী সকল।।
গোরা অঙ্গে ফাগু দিয়া বলি হরি হরি।
প্রভু অঙ্গ নিরখয়ে যতেক নাগরী।।
বদন হেরিয়া সবে আনন্দে মগন।
পদধূলি আশা করে দীন অকিঞ্চন।।