নগরের লোক সব কলরব শুনি।
রাজার মন্দিরে আল্য গোপ গোয়ালিনী।।
বৃষভানুসুতা দেখি অনুমান করে।
আপনি আইল লক্ষ্মী বৃষভানুঘরে।।
কেহো বলে হেন বুঝি আইল পার্ব্বতী।
কেহো বলে আল্য বশিষ্ঠের অরুন্ধতী।।
কেহো বলে উর্ব্বশী আইল অবনীতে।
নরলোকে এক রূপ না পাই দেখিতে।।
পতিব্রতা কুলবতী সর্ব্বসুলক্ষণা।
পদ্মিনী পরমপুণ্যা অতিবিচক্ষণা।।
দীনবন্ধু দাসে কহে উলসিত হিয়া।
সর্ব্বলক্ষ্মীময়ী রাই দেখ বিচারিঞা।।