ধেনুগণ সব করি হাম্বা রব
মথুরা মুখেতে ধায়।
ধেনুর বাছুরি বিয়োগ পাইয়া
সেহ দুধ নাহি খায়।।
পুচ্ছ উচ্চ করি মায়ে পরিহরি
মথুরা গমন দিগে।
যথা সে রসিক নাগরশেখর
সে দিক গমন ভাগে।।
খগ মৃগগণ রোদন বেদন
আহার নাহিক খায়।
ডালে বসি খগ শ্যাম শ্যাম করি
রাতি দিন নাম লয়।।
মৃগগণ অতি চেয়ে আছে কতি
নয়নে বহয়ে লোর।
কৃষ্ণের বিরহে পেয়ে অতি মোহে
এ সব হইলা ভোর।।
সেই পিকু রবে এ পঞ্চ শবদে
শুনিতে আনন্দ বড়ি।
সে সব শবদ নাহিক আপদ
সে ডাল চলল ছাড়ি।।
ভ্রমর ভ্রমরী সদাই গুঞ্জরি
সে নাহি শবদ করে।
চকোর ডাহুকী চাতক চাতকী
তাহা না শবদ বলে।।
হংস হংসিনী শুক শারী গণি
তাহা না শবদ একে।
নিশবদ হই নিরন্তর রোই
না জানি কোথায় থাকে।।
পুরবাসী যত অঝর নয়ন
যুবা বৃদ্ধ বাল যত।
শোকেতে আকুল বিয়োগ সকল
তাহা বা কহিব কত।।
চণ্ডীদাস-বাণী শুন বিনোদিনি
ধৈরজ করহ মন।
হেন বাসি চিতে দেখহ বেকতে
মিলব সে রস-ধন।।