ধীরে ধীরে বাড়াও এ মেঘ আঁধার রাত্রি বাঘের বড় ভয়।
তুমি বন্ধু আসিবে করি মোর মনে লয়।
এ মেঘ আধার রাত্রি ভুজঙ্গিনী চরএ নবীন জলের মৎস্য ধরিতে নামএ।
এতো রাত্রি আইলা বন্ধু লইয়া যাও মোরে।
পন্থেতে বাঁন্ধিয়া ভাত যোগাইম তোমারে।
এতরাত্রি আইলা বন্ধু শয্যা নাহি মোরপাটি মোরে যদি দয়া থাকে শয্যা করমাটি।
সৈয়দ মর্তুজা কহে রাধা প্রাণের বৈরী দেখিলে ধৈরজ ধরে না দেখিলে মরি।