ধিক্ যাউ এ ছার জীবনে।
পরাণের পরাণ গোরা গেল কোন্‌খানে।।
গোরা বিনু প্রাণ মোর আকুল বিকল।
নিরবধি আঁখির জল করে ছল ছল।।
না হেরিব চাঁদমুখ না শুনিব বাণী।
মনে করে গোরা বিনু পশিব ধরণী।।
গেল সুখ সম্‌পদ যত পহুঁ কৈল।
শেলের সমান মোর হৃদে রহি গেল।।
গোরা বিনু নিশি দিশি আর নাহি মনে।
নিরবধি চিন্ত মুই নিধনিয়ার ধনে।।
রাতুল চরণতল অতিশয় শোভা।
যাহা লাগি মন মোর অতিশয় লোভা।।
ডাহিনে আছিল বিহি এবে ভেল বাম।
কহে বাসুদেব ঘোষ না রহে পরাণ।।