ধিক্ ধিক্‌ মাধব তোহারি সোহাগ।
জানলুঁ তোহারি যতহুঁ অনুরাগ।।
ইহ মধু-যামিনি কামিনি গোরি।
তোহারি অমীলনে বিরহে বিভোরি।।
আওল তোহ মিলব করি আশ।
কপট-প্রেম তুহুঁ ভেলি উদাস।।
অব যদি না মিলহ বিরহিণি পাশ।
নিচয়ে ছোড়হ তব তাকর আশ।।
সো মানিনি তুহুঁ জানসি কান।
পুন নাহি হেরব তোহারি বয়ান।।
সো ধনি-সঙ্গ ছোড়ি রহ আন।
এতহুঁ কি তাকর সহয়ে পরাণ।।
শুনইতে কানুক দরপয়ে চিত।
অন্তরে মানয়ে বহুতর ভীত।।
গদ গদ কহই আধ-আধ ভাষ।
শুনইতে আকুল বলরাম দাস।।